পলাশবাড়ীতে মাইক্রোবাস চাপায় নিহত ১
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাস চাপায় চাঁন মিয়া সরদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় মইজল হক (৫৮) নামে অপর একজন ব্যক্তি গুরুতর আহত হন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌঁনে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পলাবাড়ী পৌরশহরের ড্রিমল্যান্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া পলাশবাড়ী পৌরসভার জগরজানী গ্রামের মৃত আছর উদ্দীনের ছেলে। আহত আইজল হকের বাড়ী পৌরশহরের রাইগ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রিমল্যান্ড নামক এলাকায় ঢাকা থেকে আসা রংপুরগামী বেপরোয়া গতির একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৩-৮৩৭৭) বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দু’জনকে চাপা দেয়। এতে দুজন গুরুতর আহত হন। আহতেদর স্থানীরা উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম, বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনাস্থল থেকে মাইক্রোবাস আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।

