পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে কারেন্টজাল ব্যবসায়ীর জরিমানা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩২ PM, ১৪ অক্টোবর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে কালিবাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৬টি কারেন্টজাল জব্দ করা হয়। এসময় প্রত্যেক জাল ব্যবসায়ীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের নেতৃত্বে কালিবাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মৎস্য ও সংরক্ষণ আইন-এর ৫ ধারা অনুযায়ী প্রত্যেকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। আদালত পরিচালনাকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে জব্দকৃত কারেন্টজাল পুড়িয়ে ফেলা হয়। সেইসাথে ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ বলেও জানান মৎস কর্মকর্মতা।

আপনার মতামত লিখুন :