পলাশবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ক সেমিনার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০৯ PM, ১৩ অক্টোবর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ বাস্তবায়ন আইন-২০০৯ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন ও আনোয়ারা বেগম, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলতাফ হোসেন ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :