পলাশবাড়ীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ জুন) সকালে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. আজমীরা ইসলাম জেমী, মাহবুব আলম প্রমূখ।
উল্লেখ্য, উপজেলার ২১৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৭’শ ১ জন শিশুকে এবং ১২ থেকে ৪৯ মাস বয়সী ৩৩ হাজার ৩’শ ৭৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

