পলাশবাড়ীতে ভালবাসার স্বীকৃতি পেতে লাইলী-মজনু বাঁশঝাড়ে

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩২ PM, ১৫ নভেম্বর ২০২২

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী প্রতিনিধি;

পলাশবাড়ীতে ভালবাসার স্বীকৃতি হিসেবে বিয়ের দাবীতে ছেলে ও মেয়ে বাড়ীর পাশে বাঁশঝাড়ে অবস্থান নিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের রঞ্জু মিয়ার পুত্র সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্র রিফাত মিয়ার সাথে পাশ্ববর্তী বাড়ীর প্রবাসী আশরাফুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রী আকলিমার সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

বিষয়টি নিয়ে উভয়ের পরিবারের মাঝে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে। শালিস বৈঠকের সিন্ধান্ত মোতাবেক ছেলে-মেয়ে উভয় উভয়ের পরিবারের কাছে থাকে।
এর মধ্যে ছেলের পরিবার ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেয়, একপর্যায়ে ছেলে ঢাকা থেকে বাড়ীতে এসে গত ১১ নভেম্বর মেয়েকে নিয়ে সকলের অজান্তে অজানার উদ্দেেশ্যে পাড়ি দেয়।

বিভিন্ন জায়গায় ৫ দিন অবস্থানের পর রিফাত ওই মেয়ে আকলিমা আক্তারকে নিয়ে নিজ বাড়িতে প্রবেশ করে। বাড়ীর লোকজন ছেলে-মেয়ে উভয়কে মারধর করে বাড়ী থেকে বের করে দেয়। বর্তমানে তারা বাড়ীর পাশে বাঁশঝাড়ে অবস্থান নিয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন :