পলাশবাড়ীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। উপজেলার ঝালিঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার ঝালিঙ্গী গ্রামের মৃত আলা উদ্দিনের ৩ ছেলের মধ্যে শাপলা মিয়া ৫ শতাংশ জমি বিক্রি করার জন্য অন্য ভাইকে প্রস্তাব দেয়। এতে বড় ভাই আদম মিয়া আপত্তি জানালে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাপলা মিয়া আদম মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হয়। এতে আদম মিয়া ক্ষিপ্ত হয়ে রক্তাক্ত জখম অবস্থায় ঢোলভাঙ্গা ব্রীজের পূর্বপাশে স্থানীয় এক পান দোকানদারের পান কাটা কাঁচি দিয়ে ছোট ভাই শাপলা মিয়ার শরীরে উপর্যুপরি আঘাত করে। এতে শাপলা মিয়া গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

