পলাশবাড়ীতে বেশকিছু প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দের টাকা আত্মসাৎ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩৯ PM, ০৬ নভেম্বর ২০২২

Spread the love
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
পলাশবাড়ীতে বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বরাদ্দের টাকা নামমাত্র কাজ করে বাকী টাকা আত্মসাতের ঘটনায় বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়মের খবর জাতীয়, আঞ্চলিক সহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলেও আজও তা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি।
২০২১-২২ অর্থ বছরে সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ক্ষুদ্র মেরামত বাবদ ২ লাখ, স্লিপের ৫০-৭০ হাজার, রুটিন মেইনটেনেন্স বাবদ ৪০ হাজার এবং প্রাক-প্রাথমিক ১০ হাজার টাকা বরাদ্দ পায়। বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানের সরেজমিনে গিয়ে শিক্ষকদের সাথে কথা বললে অনেক বিদ্যালয়ের শিক্ষকই কিছু বরাদ্দের কথা স্বীকার করেছেন এবং কিছু বরাদ্দের কথা অস্বীকার করেছেন।
ইতিপূর্বে কিশোরগাড়ী ইউনিয়নের উত্তর সুলতানপুর বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর ইউনিয়নের সাইনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল ইউনিয়নের ছাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর ইউনিয়নের খামার মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিনাথপুর ইউনিয়নের মরাদাতেয়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মরাদাতেয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দের টাকার কাজের অনিয়ম সংক্রান্ত খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।
তার মধ্যে সাইনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান দোলন সরেজমিনে তদন্ত সাপেক্ষে উক্ত বিদ্যালয়ের বরাদ্দের ২৩ হাজার বরাদ্দের টাকার কাজের অনিয়ম পেয়েছেন। তাই পূনরায় বাকী টাকার কাজ করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ প্রদান করেছেন। বাকী বিদ্যালয় গুলোর আজও তদন্ত হয়নি।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুনের সাথে কথা বললে তিনি জানান, যে সকল বিদ্যালয়ের বরাদ্দের টাকা অনিয়ম করেছেন সেই সকল বিদ্যালয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্ব-স্ব সহকারী শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছি।#

আপনার মতামত লিখুন :