পলাশবাড়ীতে বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ আটক ৩

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩৭ AM, ০২ মার্চ ২০২২

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

পলাশবাড়ীতে দুইশ’ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন সহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জানা যায়, পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে সোমবার দুপুর ২টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে দুবলাগাড়ী নামকস্থানে সিহাব পরিবহনে তল্লাশী চালিয়ে দুইশ’ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী সুফিয়া বেগমকে (৩৮) আটক করে। আটককৃত সুফিয়া বেগম রংপুরের পীরগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের এমারুল ইসলামের স্ত্রী।

অপর দিকে, পলাশবাড়ী থানাধীন দুবলাগাড়ী মৌজাস্থ ঢাকা মহাসড়কে গাড়ি চেকিং করাকালে রংপুর-নাটোর গামী বসুন্ধরা পরিবহন (রেজিঃ নং- রাজশাহী মেট্রো-ব-১৩-০৯৬৩) যাত্রীবাহী বাস হতে ১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী বিপুল চন্দ্র বর্মন (১৬) ও মোরশেদুল ইসলাম (১৬)ইসলামকে আটক করে। আটককৃত বিপুল চন্দ্র বর্মন লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পূর্ব বেজগ্রামের শুনিল চন্দ্র বর্মনের ছেলে এবং মোরশেদুল ইসলাম একই গ্রামের আলা উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :