পলাশবাড়ীতে বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ হাসান আজিজুর রহমানের মৃত্যু; বিভিন্ন মহলের শোক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২৫ PM, ০৬ ফেব্রুয়ারী ২০২১

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

সর্বজন শ্রদ্বেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, মুক্তিযোদ্ধা ও পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক, অধ্যক্ষ হাসান আজিজুর রহমান (৯০) মৃত্যুবরণ করেছেন। বার্ধক্য জনিত কারণে শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে ঢাকায় ছেলের বাসায় ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

হাসান আজিজুর রহমান স্যার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় পলাশবাড়ী এস.এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন সহ-সভাপতি ফেরদাউছ মিয়া, ছাইদুর রহমান প্রধান, নুরুল ইসলাম, মশফিকুর রহমান মিলটন, সহ-সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, সিরাজুল ইসলাম শেখ, আশরাফুজ্জামান সরকার, নুর মহব্বত, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও দপ্তর সম্পাদক রবিউল ইসলাম সহ উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

আপনার মতামত লিখুন :