পলাশবাড়ীতে ফেন্সিডিলসহ গ্রেফতার ১
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৭ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, পলাশবাড়ী থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ৩রা মার্চ বিকাল ৪টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে দুবলাগাড়ী নামকস্থানে তেঁতুলীয়া-টু-বগুড়া গামী বিআরটিসি পরিবহনে তল্লাশী চালিয়ে আশীষ শাহ (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আশীষ শাহ (৪৮) বগুড়া জেলার বগুড়া সদর থানার মাটিডালী (শাহপাড়া) গ্রামের মৃত সন্তোষ সাহার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, মাদক ব্যবসায়ী আশীষ শাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

