পলাশবাড়ীতে ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:০৪ PM, ১৫ অক্টোবর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে ৭১ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে রাত সাড়ে ১০ টার দিকে পলাশবাড়ী থানার এসআই সঞ্জয় কুমার সাহা ও এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের নুনিয়াগাড়ীর এলাকায় রওশন আজাদ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিত্যাক্ত একটি কক্ষ থেকে ৭১ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুইজন হলো- রংপুরের মিঠাপুকুর থানার শুলুঙ্গা গ্রামের এনামুল হকের ছেলে সাইদুর রহমান (৩৭) ও একই উপজেলার হেলেঞ্চা গ্রামের মকিব মন্ডলের ছেলে একরামুল হক সজিব (২০)।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :