পলাশবাড়ীতে ফেনসিডিল সহ গ্রেপ্তার ১
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে মাহবুর রহমান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৮০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাহবুর কিশোরগাড়ী ইউনিয়নের নয়আনা নওদা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজার রহমান সঙ্গীয়ফোর্স সহ কিশোরগাড়ী ইউনিয়নের নয়আনা নওদা গ্রামে মাহবুর রহমানের বাড়ীতে অভিযান চালায়। এসময় শয়ন ঘর থেকে চটের বস্তায় রাখা ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ মাহবুরকে গ্রেপ্তার করে পুলিশ।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

