পলাশবাড়ীতে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে ৯০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তঅর করেছে পুলিশ।
সোমবার (২৮ জুন) রাতে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের উপজেলা গেটের সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। এ সময় স্কুল ব্যাগ থাকা ৯০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দিঘলকান্দি গ্রামের আছির উদ্দিনের ছেলে আবু তাহের বাবু (১৯) ও মহদীপুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে গোলাম রব্বানী (২০)। এ ঘটনায় পলাশবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

