পলাশবাড়ীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলামের নির্দেশে পলাশবাড়ী থানা মাদক মুক্ত করার লক্ষে থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা- এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (তদন্ত) রুপ কুমার সরকারের সহযোগিতায় এসআই হৃষিকেশ চন্দ্র বর্মন সহ সঙ্গীয় ফোর্স ১৭ জানুয়ারী সোমবার বিকেলে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নিউ পিংকি পরিবহনে থাকা ৩৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আশরাফুল আলম (৩৬) রংপুর মহানগরের পরশুরাম থানার খটখটিয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

