পলাশবাড়ীতে প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে পলাশবাড়ী এস.এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২ উদ্বোধন করা হয়।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন ৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
প্রদর্শনী মাঠে ৪০টি স্টল দেশী-বিদেশী ছাগল, গরু, ঘোড়া, কবুতর, মোরগ, রাজহাঁস, পশুপাখির এবং দুগ্ধজাত খাবার প্রদর্শন করা হয়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আলতাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আজাদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল জাওয়া। শেষে দুই জন উদ্যোক্তার মাঝে দুইটি ক্রিম সেফারেট মেশিন বিতরণ করা হয়।

