পলাশবাড়ীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ উচ্চ বিদ্যালয়ের কতিপয় সহকারি শিক্ষক কর্তৃক প্রধান শিক্ষকের উপর হামলা ও ঐ সকল সহকারি শিক্ষকের অনিয়মিত পাঠদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ বিকালে জুনদহ বাজার এলাকায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের আয়োজনে ও বিশিষ্ট সমাজ সেবক এলিজা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অবঃ) আব্দুর রউফ, ইউপি সদস্য মাজু মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক সোহাগ মিয়া, অভিভাবক আব্দুর রাজ্জাক, আবুল কালাম ও তারা মিয়া, শিক্ষার্থী ইমান মিয়া প্রমূখ। সঞ্চালনায় ছিলেন আরিফুল ইসলাম।

