পলাশবাড়ীতে পৌর নির্বাচন; আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০২ PM, ০২ নভেম্বর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে নবগঠিত পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শহিদুল ইসলাম বাদশার সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) নিজবাস ভবনে সাংবাদিকদের সাথে তিনি এ মতবিনিময় করেন। এসময় নিজের ও পরিবারের সকলের তথ্য তুলে ধরে বলেন, জন্মলগ্ন থেকে আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত এবং আমাদের পরিবার বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। আমার পিতা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের খাদ্য ও বাসস্থানের সহযোগীতা করেছেন। আমি উপজেলা আওয়ামীলীগের পরপর দু’বার সহসভাপতির দায়িত্ব পালন করে আসছি।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও সেবামুলক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে থেকে কাজ করে যাচ্ছি। আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির প্রয়োজনীয় আশু হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের, উপজেলা ও পৌরবাসীসহ দেশবাসীর নিকট দোয়া কামনা করছি।

মতবিনিময়কালে উপজেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শহিদুল ইসলাম বাদশা বিশিষ্ট মিল চাতাল ব্যবসায়ী ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, পরপর দুই বারের সহসভাপতি ও পৌর সহায়ক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন :