পলাশবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে মারপিটের অভিযোগ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
পলাশবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে মারপিটের ঘটনায় ২ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় শাহজাহান ওরফে স্বাধীন বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানায় দাখিলকৃত অভিযোগে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কেত্তারপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে শাহজাহান ওরফে স্বাধীনের সাথে একই গ্রামের প্রতিপক্ষ শহিদুল ইসলামের ছেলে সজিব মিয়া গংদের সাথে পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্য চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় ১৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষ সজিব মিয়া, মতলুবর রহমান, শহিদুল ইসলাম, খলিল মিয়া, তালে মিয়া, শামুন মিয়া ও মামুন মিয়া পূর্ব শত্রুতার জের ধরে লাঠি, লোহার রড, পাইপ সহ দেশীয় অস্ত্রসস্ত্র হাতে নিয়া শাহজাহান ও তার স্ত্রী শারমিন বেগমকে বেধরক মারপিট করে।
একপর্যায়ে প্রতিপক্ষ সজিব মিয়া ও মতলুবর রহমান শারমিন বেগমের গলা থেকে আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিরিয়া নেয় ও বাদীর শয়ন ঘরের ডেসিংয়ের ড্রয়ারে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকা বের করে নিয়ে খুন জখম সহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

