পলাশবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে পুকুরের পানিতে পরে রিয়া মনি (৫) ও তাওহীদ (৮) নামে আপন দুই চাচাতো ভাই-বোন নিহত হয়েছে।
১১ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। নিহত শিশু রিয়া মনি (৫) ঐ গ্রামের মহুবরের কন্যা ও তাওহীদ (৮) পাপুলের পুত্র । শিশু দুটির মৃত্যুতে গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমেছে।
পানিতে পড়ে শিশু দুটির নিহত হওয়ার ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা।

