পলাশবাড়ীতে পাট চাষীদের কর্মশালা
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে পাট চাষীদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় গাইবান্ধার আয়োজনে ৭ জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ১০০ জন পাট চাষীদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
“সোনালী আঁশের সোনার দেশ মুজিব বর্ষে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পাট চাষের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, ঢাকা থেকে মোবাইল ফোনে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সহকারী পাট অধিদপ্তর (হিসাব) হাবিবুর রহমান, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল করিম, পাট অধিদপ্তর রংপুর সহকারী পরিচালক সোলায়মান আলী, গাইবান্ধা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম ও পলাশবাড়ী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা খোকন সরেণ প্রমূখ। পরে পাট চাষীদের মাঝে পাটের ব্যাগ, প্যাড, কলম ও নগদ অর্থ প্রদান করেন।

