পলাশবাড়ীতে পাটবীজ চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৫২ PM, ০১ ডিসেম্বর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে ১০০ জন পাটবীজ চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, গাইবান্ধার আয়োজনে মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় পলাশবাড়ী উপজেলা পরিষদ হলরুমে পলাশবাড়ী পৌরসভাসহ ৮টি ইউনিয়নের ১০০ জন পাটবীজ কৃষক-কৃষাণীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে “সোনালী আঁশের সোনার দেশ মুজিব বর্ষের বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এবং পাটচাষ ও পাটবীজ উৎপাদনের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিভাগীয় উপ-পরিচালক রেজাউল করিম। বিশেষ অতিথি জেলা পাট কর্মকর্তা মাজেদুর রহমান। অন্যান্যের মাঝে উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা সহকারী পাট কর্মকর্তা খোকন সরেন বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :