পলাশবাড়ীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে নদীতে গোসল করতে নেমে সৌমিক (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ২৬
জুন বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের খো
সৌমিক ওই গ্রামের হারুন-অর রশিদের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, দুপুর দেড় টার দিকে সহপাঠীদের সঙ্গে বাড়ীর পাশে আখিরা নদীতে গোসল করতে নামে সৌমিক। এ এসময় সে নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহায়তায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেলে সাড়ে ৪ টারদিকে সৌমিকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

