পলাশবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার ১
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় ডাবলু মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাবলু মিয়া পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের আহাদুল ফারাজির ছেলে।
জানা গেছে, হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ রাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামে অভিযান চালিয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ডাবলুকে গ্রেপ্তার করে।
হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ রাকিব হোসেন জানান, ডাবলু মিয়া ধর্ষণ চেষ্টা মামলার আসামী। এছাড়া তার নামে জি আর মামলার ওয়ারেন্ট আছে। গ্রেপ্তারের পর আসামী ডাবলু মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

