পলাশবাড়ীতে দুই মাসেও হত্যা মামলার আসামী গ্রেপ্তার করতে পারেনি পুলিশ!

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫৪ AM, ২৫ জানুয়ারী ২০২১

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই মাসেও চাঞ্চল্যকর শাপলা হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, গত বছরের ২৪ নভেম্বর উপজেলার মহদীপুর ইউপির ঝালিঙ্গী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই আদম আলীর হাতে নির্মম ভাবে খুন হন ছোট ভাই শাপলা (৪৫)। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আদম আলীকে প্রধান আসামী করে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (যাহার মামলা নং- ২০ তারিখ ২৪/১১/২০২০)। মামলাটি তদন্তভার দেওয়া হয় এসআই সঞ্জয় সাহাকে।

হত্যার ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযোগ উঠেছে, পুলিশ আসামী আদম আলীর পক্ষ নিয়ে নিহত শাপলার বিক্রি করা জমির ওপর স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয় নির্ভরযোগ্য একটি সুত্রে জানা যায়, পারিবারিকভাবে হত্যা মামলা হওয়ায় তা সমঝোতা করার চেষ্টাও অব্যাহত রেখেছে পুলিশ। পুলিশের এই অমানবিক কর্মকাণ্ডে সচেতন মহলের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় সাহা বলেন, আসামী গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ওসি মাসুদার রহমান মাসুদের সাথে একাধিক বার মুঠোফোনে চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন :