পলাশবাড়ীতে ট্রাক চাপায় নানী-নাতনীর মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৩ PM, ০৭ ফেব্রুয়ারী ২০২২

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক চাপায় নানী ও নাতনীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৪৭) ও তার নাতী মাইশা খাতুন (০৩)। মাইশা একই ইউনিয়নের আন্দুয়া গ্রামের মো. মাহমুদ মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নানী ও নাতনীকে নিয়ে একটি অটোভ্যান (ব্যাটারী চালিত) পলাশবাড়ী থেকে কোমরপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে দুবলাগাড়ী এলাকায় অটোভ্যানটির একপাশের চাকা নির্মাণাধীন ফোরলেন সড়কের পাশে পড়ে যায়। এতে অটোভ্যান থেকে নানী ও নাতনী মহাসড়কে ছিঁটকে পড়েন। এসময় পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক দুজনকে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার এএসআই রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :