পলাশবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২৬ AM, ০৭ নভেম্বর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় সমবায় দিবস-২০২০ পালিত হয়েছে।

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিবাদ্যকে সামনে রেখে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেরিনা আফরোজ- এর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার খান মোহাম্মদ মোস্তাক নাসির, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সাবিনা ইয়াসমিন ঝুনু প্রমুখ।

সভা শেষে পলাশবাড়ী উপজেলা শ্রেষ্ঠ সমিবায়ী হিসেবে ময়মন্তপুর গভীর নলকূপ কৃষক সমবায় সমিতি লিঃ এবং শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঘোষণা করে ক্রেস্ট প্রদান করা হয়। সভা সঞ্চালনা করেন সহকারী ইন্সট্রাক্টর সোহেল রানা।

আপনার মতামত লিখুন :