পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৭ AM, ৩০ অগাস্ট ২০২১

Spread the love
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন, পলাশবাড়ী শাখার আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে পলাশবাড়ী পৌর কাউন্সিলর মাসুদ করিম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শহিদুল্লাহেল কবির ফারুক। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন বাংলাদেশ অধ্যায়ের সাধারণ সম্পাদক জুন্নুরাইন উল্লাস, বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি ও পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য আই.এম.ই মিজানুর রহমান মিজান, আব্দুল্লাহেল আদিল, অলিউর রহমান বাদল ও পৌর কাউন্সিলর মতিয়ার রহমান প্রমূখ।
শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক নবিউল ইসলাম।

আপনার মতামত লিখুন :