পলাশবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” প্রতিপাদ্য-কে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ টাউন হলে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ভোট বাবু,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমান, পলাশবাড়ী প্রেসক্লাবে সভাপতি রবিউল হোসেন পাতা, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, গাইবান্ধা জেলা ট্রাক ট্যাংক লড়ি মালিক সমিতির সভাপতি ও পৌর কাউন্সিলর মাসুদ করিম প্রধান, গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংক লড়ি, কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুল আলম, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনুসহ অন্যান্যরা।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর সোহেল রানা। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গাইবান্ধা জেলা পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম মিয়া, শ্রমিক ইউনিয়নের সদস্যগণ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা, নিরাপদ সড়ক বাস্তবায়নে স্ব-স্ব অবস্থান হতে মালিক, চালক, শ্রমিক ও জনসাধারনকে সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

