পলাশবাড়ীতে গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে দূরপাল্লার পরিবহন গুলোকে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে তল্লাশিকালে ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা ও ওসি (তদন্ত) রুপ কুমার সরকারের এর তত্ত্বাবধানে এসআই মামুন এর নেতৃত্বে থানা পুলিশের একটি সঙ্গীয় ফোর্স ঢাকা-রংপুর মহাসড়কের উপর গাড়ি তল্লাশি করাকালে আজ ১২ ফেব্রুয়ারী শনিবার দুপুর ২টার দিকে রংপুর-রাজশাহী গামী “পথের সাথী পরিবহন” নামে যাত্রীবাহী বাস থামিয়ে চেকিং করাকালে ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহিন মিয়া (৩০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিলেরপাড় গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে এবং মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম পীরগঞ্জ উপজেলার রাঙ্গামাটি গ্রামের লাল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, পলাশবাড়ীকে মাদক মুক্ত করতে প্রতি নিয়তই অভিযান পরিচালনা করা হবে।

