পলাশবাড়ীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়কে দরপাল্লার যাত্রীবাহী বাস চেকিংকালে হানিফ পরিবহন হতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি তানভীর সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, পলাশবাড়ী থানার এসআই মামুনুর রশিদ এর নেতৃত্বে সঙ্গীয়ফোর্স শনিবার (২ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপর গাড়ি চেকিংকালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের (রেজিঃ নং ঢাকা মেট্রো-ব ১৪-৬৮৭৯) যাত্রীবাহী বাস থামিয়ে চেকিং করাকালে মাদক ব্যবসায়ী তানভির সোহেল (২৫) এর কাছে থাকা একটি কালো রঙের ব্যাগের ভিতর পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় দুটি পৃথক পোটলায় ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী তানভির সোহেল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের চরপাড়া চারমাথা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।