পলাশবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৫৯ PM, ২৪ অগাস্ট ২০২১

Spread the love
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৮ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানার নির্দেশে এস.আই বেলাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তল্লাশী চৌকি বসিয়ে উপজেলার বরিশাল ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের দুবলাগাড়ী নামক স্থানে ২৪ আগস্ট মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা সামিউল এন্টারপ্রাইজ নামক একটি বাস দুপুর ১২টা ৫৫ মিনিটে তল্লাশী চালিয়ে ৩ কেজি গাঁজাসহ রাকিব হাসান (২০) নামে একজনকে গ্রেপ্তার করে। রাকিব হাসান লালমনিরহাট জেলার সদর থানার কেপাতডাঙ্গা গ্রামের আঃ জোব্বারের ছেলে।
অপরদিকে, একইস্থানে দুপুর দেড়টায় ফাইভ স্টার গাড়ী তল্লাশী চালিয়ে চাঁন মিয়া (২১) এর কাছ থেকে ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। চাঁন মিয়া একই জেলার সদর থানার কুলাঘাট গ্রামের সায়েদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :