পলাশবাড়ীতে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪২ PM, ৩০ ডিসেম্বর ২০২০

Spread the love
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী পৌর সভার নবনির্বাচিত মেয়রের নেতৃত্বে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের নেতৃত্বে একটি আনন্দ মিছিল পলাশবাড়ী গাইবান্ধা বাসষ্টান্ড থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হন।
সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আওয়ামী লীগ নেতা  বাবু নির্মল মিত্র, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, তাঁতীলীগ সভাপতি আখতারুজ্জামান প্রধান টিটু, সাধারণ সম্পাদক সাকলাই মাহামুদ সজিব, যুবলীগ নেতা আরিফুজ্জামান পল্লব, ছাত্রলীগ নেতা মোস্তাকিম সরকার বাবলা।
সভায় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :