পলাশবাড়ীতে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজন ও পলাশবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য শীর্ষক সেমিনার বুধবার (৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
সেমিনারে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন,
উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মহাতাব হোসেন, খাদ্য নিয়ন্ত্রণ মাহাবুবর রহমান, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, বরিশাল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ীবৃন্দ।
বক্তারা নিরাপদ খাদ্যের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

