পলাশবাড়ীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০২ PM, ১২ নভেম্বর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধ) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিয়ে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিবেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম, জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা লোকমান হোসেন, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম ও রফিকুল ইসলাম রিপন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আদম মালিক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম প্রধান পাপুল প্রমূখ।

পলাশবাড়ী পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১১৯৫ জন প্রান্তিক কৃষকের মাঝে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :