পলাশবাড়ীতে কলেজে ২টি গাছ নিলাম দেখিয়ে ৪টি গাছ কর্তনের অভিযোগ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী এম.এ সামাদ কারিগরি ও বিজ্ঞান কলেজের ২টি গাছ নিলাম দেখিয়ে ৪টি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সচেতন মহলের মাঝে নানা প্রশ্নের দেখা দিয়েছে।
সরেজমিনে জানা যায়, পলাশবাড়ী পৌর শহরে অবস্থিত পলাশবাড়ী এম.এ সামাদ কারিগরি ও বিজ্ঞান কলেজ মাঠে প্রায় ১৫ বছর পূর্বে রোপনকৃত ৪টি ইউক্লিপটার্স মূল্যবান গাছ কলেজ উন্নয়নের কথা বলে নাম মাত্র মূল্য দেখিয়ে গত ৭ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কলেজের ২টি ইউক্লিপটার্স গাছ নিলামে ডাক দেওয়া হয়েছে। কিন্তু গত ১৫ এপ্রিল শুক্রবার কলেজের অধ্যক্ষ ২টি গাছের পরিবর্তে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ৪টি ইউক্লিপটার্স গাছ কর্তন করেছে।
২টি গাছ নিলাম দেখিয়ে ৪টি গাছ কর্তন করার ব্যাপারে অত্র কলেজের অধ্যক্ষ ছিদ্দিকুল ইসলাম লিটনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সাংবাদিকদের সাথে কোন কথা বলিনা।
তবে এ ব্যাপারে অত্র কলেজ সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান এলাকার সচেতন মহল।

