পলাশবাড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজেনে রোববার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জাল হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক শামিকুল ইসলাম সরকার লিপন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পলাশবাড়ী শাখার সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, উপজেলা কৃষকলীগ সভাপতি মোহাব্বত জান চৌধুরী, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, উপজেলা তাঁতীলীগ সভাপতি আকতারুজ্জামান টিটুসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন প্রধান অতিথি অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। শেষে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

