পলাশবাড়ীতে এক প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীর তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কাজ না করে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সবুজ মন্ডল নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের প্রত্যন্ত পল্লীর তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রায় ২ বছর পূর্বে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকেই নিয়ম বর্হিভূতভাবে বিদ্যালয়ে আসা-যাওয়ার কারণে শিক্ষার্থী শূন্যের কোঠায় পড়েছে। তাছাড়া সরকারী বরাদ্দকৃত টাকা নামমাত্র কাজ দেখিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। অত্র বিদ্যালয়ে ২০১৯-২০২০ অর্থ বছরে সরকারী বরাদ্দকৃত স্লিপ ফান্ডের ৫০ হাজার, রুটিন মেইনটেনেন্স ৪০ হাজার, দুর্যোগকালীন বরাদ্দ ৫ হাজার এবং প্রাক-প্রাথমিক এর ১০ হাজার টাকা বরাদ্দ পায়।
অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক নজরুল ইসলাম ওইসব বরাদ্দের কাজ না করেই কাগজে-কলমে কাজ দেখিয়ে টাকা আত্মসাৎ করে। এছাড়াও ২০১৮-২০১৯ অর্থ বছরের বিভিন্ন বরাদ্দের টাকা নামমাত্র কাজ করে বাকী টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠে।
অভিযোগকারী সবুজ মন্ডল এলাকাবাসীর পক্ষে সঠিক তদন্ত চেয়ে গত ১১ মার্চ উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কাগজপত্র অফিসে জমা দেওয়া আছে আপনারা সেখান থেকে জেনে নিন।

