পলাশবাড়ীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৯ PM, ১২ নভেম্বর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের নামে গত ১০ নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়।

উক্ত সংবাদ প্রকাশের প্রতিবাদে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পলাশবাড়ী চৌমাথায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু, কেন্দীয় ঈদগাহ মাঠের পেশ ইমাম প্রভাষক আবু বক্কর সিদ্দীক, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ জেনারেল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রভাষক জহির আহমেদ, সাংবাদিক সিরাজুল ইসলাম রতন ও আশরাফুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক প্রদানের আগের দিন সু-পরিকল্পিত ভাবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে বিপ্লবের জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা চলছে। বক্তারা উক্ত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আসন্ন পৌর নির্বাচনে গোলাম সরোয়ার বিপ্লবকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

আপনার মতামত লিখুন :