পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ সভা আইন-শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জুলাই) সকালে উপজেলা টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর রায়, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপন ও হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন জাহাঙ্গীরসহ উপজেলার চামড়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরে ফেরা মানুষের যাত্রা র্নিবিগ্নে করতে সড়ক মহাসড়কে যানজট নিরসন, হাটের নিদিষ্ট জায়গায় চামড়া হাট করার ও কোরবানীর বজ্য ফেলার জন্য জনসচেতনতা বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় সিদ্ধন্ত গ্রহন করা হয়।

