পলাশবাড়ীতে অসহায়-দুঃস্থ শ্রমিকরা পেল নিউ লাইফ ফাউন্ডেশনের কম্বল

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১৯ PM, ০৮ ফেব্রুয়ারী ২০২২

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে অসহায়-দুঃস্থ শ্রমিকদের মাঝে নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে পলাশবাড়ী পৌরশহরের শিশু কানন স্কুল এন্ড কলেজ চত্ত্বরে নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ-এর নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়।

নিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি শাহ্ আব্দুর মো. ছালেক-এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নিউ লাইফ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা পলাশবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী সরকার, রশিদুল ইসলাম সরকার, ফাউন্ডেশনের সদস্য রুহুল আমিন মন্ডল, সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান রুবেল, প্রেস কাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম।

উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা এবং রংপুরের পীরগঞ্জ উপজেলায় গত এক সপ্তাহ ধরে রাতে অত্রালাকা ঘুরে অসহায়-দুঃস্থ এবং শীতার্ত মানুষের প্রায় ৫ হাজার কম্বল বিতরণ করেন নিউ লাইফ ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের উদ্যোগে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেয়া, ভূমিহীন পরিবারকে বাসস্থান তৈরী করে দেয়া, কন্যা দায়গ্রস্ত পরিবারকে সাহায্য সহযোগিতা করা হয়। এছাড়াও বেকার যুবকদের আত্মসামাজিক কল্যাণমূলক কাজে সম্পৃক্ত করাসহ তিন উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ।

আপনার মতামত লিখুন :