পলাশবাড়ীতে অবৈধভাবে গড়ে উঠছে ইটভাটা ; হুমকিতে পড়বে পরিবেশ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২২ PM, ০৯ জুন ২০২১

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

ভূমি আইন লঙ্ঘণ, পরিবেশ আইনের বালাই নেই, স্বাস্থ্য সুরক্ষা শুধু স্বপ্ন, আয়কর দেওয়ার নামে ভোক্তাধিকার আইন লঙ্ঘণ করে দিনের পর দিন অবৈধ ভাবে চলছে এসব ইটভাটা। প্রশাসন অভিযান চালিয়ে বন্ধ করলেও কয়েকদিন পর আবারো চালু হয়ে যায় ইটভাটা। প্রশাসনের কর্মকর্তারা দেখেও না দেখার ভান করায় দিনের পর দিন উপজেলা ও জেলা জুড়ে গড়ে উঠছে প্রায় ২ শতাধিক অবৈধ ইটভাটা। এরমধ্যে পলাশবাড়ী উপজেলায় রয়েছে ৩০টির অধিক ইটভাটা।

এবারে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে মহদীপুর মৌজায় অবৈধভাবে ইটভাটা গড়ে তুলছেন খাজা মিয়া নামে এক ব্যক্তি। তিনি মেয়াদ উর্ত্তীন চিমনীতে কোন প্রকার নিয়ম কানুনের তোয়াক্কা না করে অবৈধ ইটভাটা গড়ে তুলছেন। দিন রাত কাজ করেছেন নির্মাণ শ্রমিকরা। এ চিমনীতে ইটভাটাটি তৈরীর প্রায় ৭০ ভাগ কাজ শেষ করেছেন বর্তমান এ ভাটা শ্রমিক।

এ বিষয়ে মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বলেন, মেয়াদ উর্ত্তীণ চিমনীতে ইটভাটা নির্মাণ কাজ রাতের আধার করছেন ভাটা মালিক। তিনি আমার নিকট ইউনিয়ন পরিষদ হতে লাইন্সেস চাইলে আমি তা দেয়নি। এ বিষয়টি আমিও উপজেলা প্রশাসনকে মৌখিক ভাবে জানিয়েছি।

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন, উক্ত বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উক্ত অবৈধ ইটভাটাসহ পলাশবাড়ী উপজেলা জুড়ে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন স্থানীয় সমাজসেবক, পরিবেশবিদ ও সচেতন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :