পলাশবাড়ীতে অটো-নছিমনের সংঘর্ষে নিহত ১

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২৮ PM, ১৩ সেপ্টেম্বর ২০২১

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে ব্যাটারী চালিত অটো ও নছিমনের সংঘর্ষে ইউনুস আলী (৫০) নামের এক অটো যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের শিমলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াঘাট থেকে মাছবাহী একটি শ্যালো ইঞ্জিন চালিত নছিমন গাড়ী পলাশবাড়ীর দিকে আসছিল। পথে শিমুলতলা বাজার এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত নছিমন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ব্যাটারী চালিত অটোর পিছনে ধাক্কা দেয়। এতে অটোর যাত্রী ইউনুস আলীর একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যানবাহন দুটি আটক করা হয়েছে। উভয় গাড়ীর চালক পলাতক রয়েছে। তাদের আটকের জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি।

আপনার মতামত লিখুন :