পলাশবাড়ীতে অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে বাস খাদে, আহত ১৫

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪২ PM, ০৫ মে ২০২২

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধা পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা সাকোয়া ব্রীজ সংলগ্ন ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী অরিন পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকসাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ১০ বাসযাত্রী ও অটোরিকসার অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। ৫ মে বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে অরিন পরিবহনের একটি বাস ঢাকা থেকে গাইবান্ধা আসার পথে ঢোলভাঙ্গার সাকোয়া ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকসাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত লিখুন :