পলাশবাড়ীতে অচেনা মাছ দেখতে উৎসুক জনতার ভীড়

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১৪ PM, ১৯ নভেম্বর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে প্রায় আড়াইশ’ গ্রাম ওজনের একটি অচেনা মাছ ধরা পড়েছে।

সরেজমিনে জানা যায়, ওই গ্রামের পূর্বপাড়ার সাদেক আলীর ছেলে আব্দুর রহমান বিপুল (৩০) বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বাড়ির পাশের খুঁটি কুমার্নী নামক বিলে মুঠো, খেওয়াল, ফিকা, তৌরা জাল নিয়ে মাছ ধরতে যায়।

একপর্যায়ে বিপুলের মুঠি জালে একটি দেখতে ইটা মাছের মতো অচেনা একটি মাছ ধরা পড়ে।
মাছটা দেখতে কিছুটা ইটা মাছের মতো, ওজন আড়াইশ’ গ্রামের মতো এবং মুখ মাথার নিচে, মাছের রং সৌন্দর্য মন্ডিত সোনালী রং ধারণকৃত, মাছের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ খসখসে। মাছটা বর্তমানে বিপুলের বাড়িতে পানির ভিতর সংরক্ষণ করে রাখা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মাছটা জীবিত আছে। আর এ মাছ দেখার জন্য নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের লোকজন ওই বাড়িতে ভীড় জমাচ্ছেন।

আপনার মতামত লিখুন :