পলাশবাড়ীতে অগ্নিকান্ডে ৬ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪৭ PM, ২১ ফেব্রুয়ারী ২০২৩

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধার পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নের পল্লী হাসানখোর পশ্চিমপাড়া গ্রামে গত সোমবার রাতে আকস্মিক এক অগ্নিকান্ডের ঘটনায় ৬ লাখ টাকার সম্পদ ভস্মিভুত হয়েছে।

জানা গেছে, হাসানখোর পশ্চিমপাড়া গ্রামে মৃত নিমাই সরকারের ছেলে নিরঞ্জন সরকারের বাড়ির গোয়াল ঘর থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অন্যান্যদিনের ন্যায় রাতের খাবার শেষে স্বপরিবারে ঘুমিয়ে পড়েন তারা। গভীর রাতে গোয়াল ঘরে মশা নিধনে ধোঁয়া দেয়ার জ্বলন্ত কয়েল ও গোবরের ঘুটিয়া থেকে আগুনের সূত্রপাত হয়।

জ্বলন্ত আগুনের দাউ-দাউ লেলিহান শিখা দ্রুত গোটা গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে হালের বলদসহ ৪টি গরু এবং ১টি ছাগল অল্প সময়ের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা যায়। এছাড়া বাড়ির অন্যান্য সম্পদও পুড়ে গেছে।

স্থানীয় লোকজন অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যায়।

আপনার মতামত লিখুন :