পলাশবাড়ী প্রেসক্লাবের মাসিক কার্যনির্বাহী কমিটির সভা
শাহারুল ইসলাম, পলাশবাড়ী প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের মাসিক কার্যনির্বাহী কমিটির সভা ১৫ জানুয়ারি রোববার বাদ মাগরিব প্রেসক্লাব নিজস্ব ভবনের অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা’র সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম রতনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি ফেরদাউছ মিয়া, সহ-সভাপতি মোশফেকুর রহমান মিল্টন, নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সরকার, মাসুদার রহমান মাসুদ, শাহ আলম, নুর মোহাব্বত সরকার, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল, দপ্তর সম্পাদক এসানুল হক মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপুল সরকার, আইন বিষয়ক সম্পাদক আবেদুর রহমান সবুজ, সমাজসেবা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহীন, ক্রীড়া সম্পাদক মতিয়ার রহমান লাভলু, কার্যকরী সদস্য আমিরুল ইসলাম কবির, ছাদেকুল ইসলাম রুবেল, ফজলার রহমান প্রমূখ।
সভায় প্রেসক্লাব উন্নয়নের আয়-ব্যায়, বার্ষিক বনভোজনের হিসেব বিবরণী পেশ করেন সংশ্লিষ্ট উপ-কমিটি। যাহা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সেই সাথে বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা পরিষদ পরিচলনার জন্য ৫ জন গবেষকের নাম প্রস্তাব করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন। তারা হলে আবু বক্কর প্রধান, সুশিল চন্দ্র সরকার, সাদেকুল ইসলাম বিএসসি, নির্মল মিত্র ও বীরেশ চন্দ্র।
এ বিষয়ে ব্যাপক আলোচনা শেষে পরবর্তী সভায় অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শর্ত সাপেক্ষে প্রেসক্লাবের নতুন সদস্য ভর্তির বিষয়ে ফরম বিতরণ ও যাচাই-বাছাইয়ের জন্য উপ-কমিটি গঠন করার উপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

