পলাশবাড়ী পৌরসভার রাস্তায় সিসি ঢালাইয়ে পুরাতন ইট ব্যবহারের অভিযোগ 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৩ AM, ২৮ নভেম্বর ২০২২
Digital Camera

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের কালিবাড়ী বাজারের গুড় হাটি হতে ভূমি অফিস পর্যন্ত পৃথক দুটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে ২২০ মিটার রাস্তায় ৫৬ লাখ টাকার অধিক অর্থ ব্যয়ে ঢালাই কাজ চলমান রয়েছে। উক্ত রাস্তায় প্রায় দেড় লক্ষাধিক পুরাতন ইট নাম মাত্র মূল্যে ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট বিক্রি করেছে পলাশবাড়ী পৌরসভা কর্তৃপক্ষ। এসব পুরাতন ইট ২২০ মিটার রাস্তার ঢালাই কাজে সলিং হিসাবে ব্যবহার করা হয়েছে।

সরেজমিনে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে না পাওয়া গেলেও কালিবাড়ী বাজারের এ রাস্তার পাশের ব্যবসায়ীরা জানান, এসব উন্নয়ন কাজ লোক দেখানো যে উন্নয়ন কাজের সলিং হিসাবে আগের পুরাতন ইট ব্যবহার করা হয়েছে। আমরা কাকে কি বলবো রক্ষক যেখানে ভক্ষক সেখানে ব্যবসায়ী সাধারণ কাকে কি বলবে। কার এমন সাহস আছে যে তাদের অনিয়মের প্রতিবাদ করবে। তারা আরো বলেন, যারা হাটের ইজারাদার তারাই হাটের উন্নয়ন কাজের ঠিকাদার শুধু প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়। এসব উন্নয়ন কাজের দোহাইয়ে কালিবাড়ী হাটের জায়গায় ইচ্ছামতো হাত বদল হয় অর্থের বিনিময়ে, হাটের প্রতিটি ব্যবসায়ী আজ জিম্মি তাদের হাতে।

এ রাস্তা উন্নয়ন কাজের বিষয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী মোর্তুজা জানান, পৌরসভার দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান সালেহা এন্টারপ্রাইজ ও সঙ্গীতা এন্টারপাইজ নামে পৃথক দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান ১১০ মিটার করে মোট ২২০ মিটার রাস্তায় সিসি ঢালাই কাজ করছে। পুরাতন ইট ব্যবহারের বিষয়ে তিনি জানান, রাস্তায় পুরাতন ইট কত গুলো ছিল তা জানা নেই। তবে পুরাতন ইট গুলো আড়াই লাখ টাকা ধরে ঠিকাদার প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে এবং পুরাতন ইট ব্যবহার উপযোগী গুলো দিয়ে রাস্তার সলিং হিসাবে ব্যবহার করা হচ্ছে।

উল্লেখ্য, বিগত সময়ে উক্ত রাস্তায় ৯ লক্ষ টাকার অধিক অর্থ ব্যয়ে হেয়ারিং বন্ড এর সংস্কার কাজ করার পর মাত্র আড়াই লক্ষ টাকায় রাস্তাটির সব পুরাতন ইট বিক্রি ও পলাশবাড়ী পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে পুরাতন নির্মাণ সামগ্রী দিয়ে দায়সারা উন্নয়ন কাজের ফলে ব্যাপক অনিয়ম দূর্নীতি চলমান থাকায় সরেজমিনে তদন্ত পূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের দাবী সচেতন মহলের।

আপনার মতামত লিখুন :