পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের দরপত্র আহ্বানে অনিয়মের অভিযোগ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৯ AM, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

Spread the love
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ম বহির্ভূতভাবে দরপত্রের আহবানের অভিযোগ উঠেছে।
৫ ফেব্রুয়ারি প্রকাশিত দরপত্র এম.এস আর ৬টি গ্রুপের দরপত্রের আহবান করা হয়েছে। যাহার স্মারক নং ইউএসসি/পলাশ/গাই/এমএসআর/২০২৪-২০২৫/২৩৪।
দরপত্রের ক্রয়ের আবেদনে যে সকল শর্ত আরোপ করা হয়েছে তা পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ (সংশোধিত-২০২১) মোতাবেক বিধিবহির্ভূত হয়েছে বলে জানান একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান।
এবিষয়ে ঠিকাদার নূরে আলম সিদ্দিক পলাশবাড়ী ইউএইচএফপিও কর্মকর্তার কাছে অভিযোগ করে বলেন, আওয়ামী সরকারের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসা পরিষদ (সাচিব) এর নেতৃবৃন্দের দিক-নির্দেশনায় স্বৈরাচার আওয়ামী দোসরদেরকে কাজ পাইয়ে দেয়ার সহজীকরণের পায়তারা চালিয়ে যাচ্ছেন। এতে করে নতুন ও ছোট পুঁজির ঠিকাদাররা অংশগ্রহণ করতে পারছেন না।
তিনি আরো বলেন, নিয়ম বহির্ভূত দরপত্রটি বাতিল করে পূনরায় বিধি মোতাবেক দরপত্র আহবান করা হোক। যাতে করে সকল ঠিকাদার অংশ গ্রহণ করতে পারে এবং এতে করে কোন ঠিকাদার বৈষম্যর শিকার হবে না।

আপনার মতামত লিখুন :