পলাশবাড়ী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-৩১১৭) ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত সংগঠনটির নির্বাচন পৌরশহরের পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের মোট ৯ পদের মধ্যে ৪টি পদের বিপরীতে সভাপতির ১টি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক ১টি পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক ১টি পদে ২ জন এবং দপ্তর সম্পাদক ১টি পদে ২ জনসহ মোট ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে উপরোক্ত ৪টি পদ ব্যতীত অবশিষ্ট ৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিন রাত পর্যন্ত ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. সুরুজ হক লিটন এবং প্রিজাইডিং অফিসার মো. মুনছুর আলী ফলাফল ঘোষনা করেন। এ নির্বাচনে সভাপতি পদে (ছাতা) গোলাম মোস্তফা ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোখলেছুর রহমান (আনারস) পেয়েছেন ২৯৩ ভোট। সাধারণ সম্পদক পদে ওমর ফারুক (হাতুরি) ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপ্লব সরকার (মোমবাতি) পেয়েছেন ১৪১ ভোট। সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম (হাতি) ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম (ফুটবল) পেয়েছেন ২৭৯ ভোট। দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম (দোয়াত কলম) ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়নাল শেখ (হাতপাখা) পেয়েছেন ২৪০ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল্যা, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম ও প্রচার সম্পাদক আইয়ুব আলী প্রধান। সংগঠনের মোট সদস্য ভোটার সংখ্যা ৮’শ ৬৩ জন। তন্মধ্যে ৭’শ ১০ জন সদস্য তাঁদের ভোট প্রয়োগ করেন।

