পলাশবাড়ীর কৃষকলীগের ত্রি-বার্ষিক কমিটি গঠন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫৬ AM, ১৪ ডিসেম্বর ২০২২

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

১৮ জন ভোটারের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে আজাদুল ইসলাম সভাপতি ও বিনাপ্রতিদ্বন্দ্বীতায় হারুন-অর-রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে মনোহরপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন পলাশবাড়ী উপজেলা কৃষকলীগ সভাপতি আদম মালিক মহাব্বতজান চৌধুরী।

পরে মনোহরপুর ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মন্ডল এর সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা কৃষকলীগ সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক কুমার পাল, গাইবান্ধা সদর কৃষকলীগ সভাপতি আবু আল ইমরান বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফ কবির, পলাশবাড়ী উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মিজানুর রহমান চাঁন, মনোহরপুর ইউনিয়ন কৃষকলীগ নেতা হারুনুর রশিদ। দ্বিতীয় অধিবেশনে মনোহরপুর ইউনিয়ন কৃষকলীগের ৯ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক মোট ১৮ জন ভোটারের গোপন ব্যালটের মাধ্যমে ১২টি ভোট পেয়ে আজাদুল ইসলাম সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন হারুন-অর-রশিদ।

আপনার মতামত লিখুন :